অনূর্ধ্ব- ১৫ জাতীয় ফুটবলে ১৩-০ গোলে চুয়াডাঙ্গার জয়

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব- ১৫ জাতীয় ফুটবল টুর্নামেন্টে ১৩-০ গোলের বিশাল ব্যবধানে চুয়াডাঙ্গা জেলাদল জয়লাভ করেছে। গতকাল শুক্রবার ঝিনাইদহ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় চুয়াডাঙ্গা জেলা দলের মুখোমুখি হয় মেহেরপুর জেলা দল।তারুণ্যে ভরপুর চুয়াডাঙ্গা জেলা দলের ফুটবল খেলোয়াড়রা রীতিমতো মেহেরপুরের বিপক্ষে গোল উৎসবে মেতেছিল। প্রথম অর্ধে চুয়াডাঙ্গা জেলা দল ৫-০ গোলে এগিয়েছিলো। দ্বিতীয় অর্ধের শুরুতে আবারো মূহুর মূহুর আক্রমণে মেহেরপুর জেলা দলের রক্ষণভাগকে গুঁড়িয়ে দিয়ে দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ে আরো ৮টি গোল নিজেদের ঝুলিতে জমা করে চুয়াডাঙ্গা জেলা দল। ফলে নির্ধারিত সময়ে চুয়াডাঙ্গা জেলা দল ১৩-০ গোলের বিশাল ব্যবধানে মেহেরপুর জেলা দলকে পরাজিত করে। চুয়াডাঙ্গা জেলা দলের পক্ষে গোল করেন রিমন ৪টি, বন্ধন ৩টি,পারভেজ ২ টি, হাবিবুল্লাহ ২টি, রাহুল একটি ও জুলফিকার একটি গোল করে। মেহেরপুর জেলা দলকে গোল বন্যায় ভাসিয়ে জয় লাভ করায় চুয়াডাঙ্গা জেলা দলের কর্মকর্তা সাবেক ফুটবলার বিপুল হাসান হ্যাজি সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। হ্যাটট্রিক সহ সারা মাঠে নৈপুণ্য দেখিয়ে ম্যান অব দা ম্যাচের পুরস্কার অর্জন করে চুয়াডাঙ্গা জেলা দলের বন্ধন। চুয়াডাঙ্গা জেলা দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকার ব্রাদার্স ইউনিয়ান ক্লাবের সাবেক দলনায়ক চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির কোচ পরিচালক তরিকুল ইসলাম তরুণ। চুয়াডাঙ্গা জেলা দলের কর্মকর্তা হিসেবে মাঠে উপস্থিত ছিলেন সাবেক কৃতি ফুটবলার সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, নাজমুল হক শান্তি, রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, শরিফুল ইসলাম ও শফিকুল ইসলাম মালেক। উল্লেখ্য আগামী ১৮ মে চুয়াডাঙ্গা জেলা দল টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে কুষ্টিয়া জেলা দলের সঙ্গে।