আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। টি-টোয়েন্টির ওই সিরিজের সূচি ইতোমধ্যে জানিয়েছে পিসিবি। তবে এখনও দল দেয়নি। সূত্রের বরাতে ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, আগস্টের দ্বিতীয় সপ্তাহে দল জানাতে পারে পাকিস্তানের ক্রিকেট বোর্ড।
পিসিবির সূত্রে পত্রিকাটি জানিয়েছে, খুব বেশি পরিবর্তন থাকবে না দলে। কাউকে বাজিয়েও দেখবে না। সবশেষ বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যে দল নিয়ে খেলেছে, সেই দলই থাকতে পারে ত্রিদেশীয় সিরিজে।
ওয়ানডে সিরিজে পরীক্ষা দিয়ে দলে ফিরতে হবে বাবরকে
আরেক প্রতিবেদনে ক্রিকেট পাকিস্তান বলেছে, ত্রিদেশীয় সিরিজে যে দল নিয়ে পাকিস্তান খেলবে, সেই দলই যাবে এশিয়া কাপে। দলে কামব্যাক করতে পারেন সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক বাবর আজম। তবে পিসিবি একটি শর্ত জুড়ে দিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সক্ষমতার প্রমাণ দিতে হবে বাবরকে। তবেই তিনি থাকবেন ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপে।
২৯ আগস্ট শুরু হয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ত্রিদেশীয় সিরিজ। সবগুলো ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। এর দুদিন পর ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতেই বসবে এশিয়া কাপ।
ঐ আসরের জন্য প্রস্তুতির সেরা মঞ্চ পেতে যাচ্ছে পাকিস্তান, আরব আমিরাত ও আফগানিস্তান। মূলত চলতি মাসে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তান ও আফগানিস্তানের। দ্বিপাক্ষীক সিরিজ না খেলে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
২৯ আগস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। লিগ পর্বে প্রতিটি দল একে অপরের সঙ্গে দু’বার করে মুখোমুখি হবে। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ দু’দল ফাইনাল খেলবে। শিরোপা ভাগাভাগির মঞ্চ বসবে ৭ সেপ্টেম্বর।