স্টাফ রিপোর্টার: সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর ড্র অনুষ্ঠিত হয়েছে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে। আয়োজিত ড্র অনুযায়ী ‘এ’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা ও নেপাল। অন্যদিকে ‘বি’ গ্রুপকে বলা যেতে পারে শক্তিশালী গ্রুপ। সেখানে জায়গা পেয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এছাড়া এই গ্রুপে রয়েছে মালদ্বীপ ও ভুটান। ড্র অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী দলের প্রধান কোচ পিটার বাটলার। তাকে দেয়া হয় দ্বিতীয় পট থেকে দুটি দেশের নাম তোলার দায়িত্ব। প্রথমেই তিনি তোলেন বাংলাদেশের নাম, এরপর পাকিস্তানের। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় এই বয়সভিত্তিক টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল খেলবে সেমিফাইনালে। ‘এ’ গ্রুপে তিনটি দল থাকায় গ্রুপ পর্বে হবে মোট তিনটি ম্যাচ। অপরদিকে ‘বি’ গ্রুপে চারটি দল থাকায় অনুষ্ঠিত হবে মোট ছয়টি ম্যাচ।