মাথাভাঙ্গা মনিটর: এশিয়ান কাপ বাছাইয়ের সব ম্যাচ জিতে আগেই প্রথমবারের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। আর সবশেষ দল হিসেবে জর্ডানকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান কাপের টিকিট কেটেছে ইরান। এর মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে ২০২৬ নারী এশিয়ান কাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করা ১২ দল। আসন্ন এশিয়ান কাপে আয়োজক অস্ট্রেলিয়াসহ বাছাই ছাড়াই জায়গা করে নেয় এশিয়ান পাওয়ার হাউজখ্যাত জাপান, চীন ও দক্ষিণ কোরিয়া। পরে বাছাইপর্ব থেকে একে একে তাদের সঙ্গে যোগ দেয় ভারত, বাংলাদেশ, তাইওয়ান, ভিয়েতনাম, উজবেকিস্তান, ফিলিপাইন্স ও উত্তর কোরিয়া। আগামী ২৯ জুলাই এশিয়ান কাপের ড্র অনুষ্ঠিত হবে। ড্র-য়ে ইরান ও ভারতের সঙ্গে একই পটে রয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রসঙ্গত, মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাই পর্বে ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশ প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০, দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ২-১ ও শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে উড়িয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এশিয়ান কাপে খেলার টিকিট পেল লাল সবুজের প্রতিনিধিরা।