মাথাভাঙ্গা মনিটর: জাতীয় দলে নেই, দেশের মাঠেও দেখা যায় না তাকে বহুদিন। তবুও এশিয়া কাপের প্রোমোতে সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান! গত বছরের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুথ্যানে তোপের মুখে পড়ে ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই বিপদে পড়ে যান আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, নেতাকর্মী এমনকি শুভাকাঙ্খিরাও। সেই তালিকায় আছেন সাকিব আল হাসানও। আওয়ামী লীগের পতনের পর সাকিবকে হত্যা মামলার আসামি করা হয়েছে। গ্রেফতার আতঙ্কে তিনি দেশে ফিরছেন না। এতে অনেকদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে নেই সাকিব। শুধু তাই নয়, চলতি বছরের সেপ্টেম্বরে আরব আমিরাতে হতে যাওয়া এশিয়া কাপে তাই তার খেলার সম্ভাবনা নেই। তাছাড়া, এবারের আসর হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। যে ফরম্যাট থেকে সাকিব আগেই অবসর নিয়েছেন। তবে মাঠে না থাকলেও সাকিব থাকছেন পর্দায়। সনি লিভ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজে ৩০ সেকেন্ডের একটি প্রোমো ছেড়েছে। সেখানে সাকিবের ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হওয়ার অংশ দেখানো হয়েছে। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের পাশাপাশি ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব, শুভমান গিল, জাসপ্রিত বুমরাহদের দেখা গেছে। আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খানও আছেন সেই প্রোমোতে। সাকিব, বুমরাহ, গিলদের সেই প্রোমোতে সবচেয়ে বড় তারকা বলা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ২০২৫ এশিয়া কাপ। অংশ নেবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।