মাথাভাঙ্গা মনিটর: লর্ডস টেস্টের প্রথম ইনিংসেই লড়াই দারুণ জমেছে। ইংল্যান্ডের ৩৮৭ রানের জবাবে ভারতও অলআউট হয়েছে ৩৮৭ রানে। অর্থাৎ প্রথম ইনিংসে দুই দলই সমান রান করেছে। কেউ লিড পায়নি। ব্যাট-বলের লড়াইকে ছাড়িয়ে এখন সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে গতকাল শনিবার তৃতীয় দিনের শেষ ওভারের নাটকীয়তা, যখন ইংল্যান্ড মাত্রই নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে। শেষ ওভারে (ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভার) ইংল্যান্ডের বিরুদ্ধে সময় নষ্ট করার অভিযোগ তোলেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। ওই ওভারে জাসপ্রিত বুমরাহ দৌড় শুরু করার সময় দু’বার ইংলিশ ব্যাটার জ্যাক ক্রাউলি স্ট্রাইক থেকে সরে দাঁড়ান। এরপর এক বলে গ্লাভসে আঘাত পেয়ে চিকিৎসা নিতে ডাকেন তিনি। তখন ভারতের কয়েকজন ফিল্ডার তার দিকে হাঁটতে হাঁটতে তালি দিতে থাকেন, যা স্পষ্টতই ব্যঙ্গাত্মক ছিল। এ নিয়ে গিল ও ক্রাউলির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে ক্রাউলির দিকে আঙুল উঁচিয়ে ধরেন গিল। ক্রাউলিও একই রকম অঙ্গভঙ্গি করেন। পরে এ ঘটনায় ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তোলে ইংল্যান্ড। এর আগে দ্বিতীয় দিনে নিজেদের ফিল্ডিং ইনিংসের সময় কয়েক মিনিট ধরে মাটিতে শুয়ে চিকিৎসা নিচ্ছিলেন নিচ্ছিলেন গিল। ইংল্যান্ডের অভিযোগ, নিজে মাঠে সময় নষ্ট করে আবার সেই একই কারণে ক্রাউলির সঙ্গে উত্তেজিত বাক্য বিনিময় করে দ্বিমুখী আচরণ করেছেন গিল।