সবশেষ মৌসুমেও বড্ড ভুগিয়েছিল চোট। তিন মাস মাঠের বাইরে ছিলেন বুকায়ো সাকা। এবার আবারও হ্যামস্ট্রিং ইনজুরি। ইংলিশ ফরোয়ার্ডকে এবার দর্শক হয়ে থাকতে হবে চার মাস।
বিট্রিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, আগামী রোববার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের বিপক্ষে সাকাকে পাবে না আর্সেনাল। ইংল্যান্ডের জার্সিতে আগামী মাসে অ্যান্ডোরা ও সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও তার খেলা নিয়ে জেগেছে প্রবল শঙ্কা।
প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন সাকা। তার আগে করেন একটি গোল। ম্যাচের ৫৪ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন। ওই ম্যাচটি আর্সেনাল জয় পায় ৫-০ ব্যবধানে। তবে দুঃসংবাদ শোনেন সেদিনই।
গত মৌসুমেও হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ে প্রায় তিন মাস মাঠের বাইরে ছিলেন সাকা। তাতে আর্সেনাল খুব ভুগেছে। এবার আবারও সেই হ্যামস্ট্রিংয়ের ইনজুরি।
চলতি মৌসুমে দারুণ শুরু পেয়েছে আর্সেনাল। প্রথম দুই ম্যাচ জিতে টেবিলের শীর্ষে অবস্থান করছে মিকেল আর্তেতার দল। তবে মার্টিন ওডেগার্ডের পর সাকার চোট গানার্সদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।