মাথাভাঙ্গা মনিটর: মাত্র ১৯৩ রানের লক্ষ্য, যা অনায়াসেই তাড়া করার কথা ছিল। কিন্তু লর্ডসে এসে সেই সহজ লক্ষ্যই পরিণত হলো ভারতের জন্য দুঃস্বপ্নে। স্নায়ুচাপ, উইকেটের আচরণ আর ইংল্যান্ডের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ২২ রানে হেরে গেল সফরকারী ভারত। পঞ্চম দিনের শুরুতে ভারতের স্কোর ছিল ৪ উইকেটে ৫৮ রান। সেখান থেকে মাত্র ১১২ রানে ৮ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় দলটি। কিছুটা প্রতিরোধ গড়েন রবীন্দ্র জাদেজা। তিনি জসপ্রীত বুমরার সঙ্গে ৩৫ রানের এবং মোহাম্মদ সিরাজের সঙ্গে ২৩ রানের জুটি গড়েন। তবে তা যথেষ্ট হয়নি। শেষ পর্যন্ত ১৭০ রানেই গুটিয়ে যায় ভারত। জাদেজা একা লড়াই চালিয়ে যান। ১৮১ বলে ৬১ রানে অপরাজিত থেকে নিজের ২৫তম টেস্ট ফিফটি করেন তিনি। কিন্তু সতীর্থদের ভরসা না থাকায় হারের গ্লানি নিয়েই মাঠ ছাড়তে হয় তাকে। ইংল্যান্ডের পক্ষে দ্বিতীয় ইনিংসে আর্চার ও স্টোকস নেন ৩টি করে উইকেট। গুরুত্বপূর্ণ সময়ে শোয়েব বশিরের ঘূর্ণিও বড় ভূমিকা রাখে। প্রথম ইনিংসে দুই দলই তুলেছিল সমান ৩৮৭ রান। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড করেছিল ১৯২ রান, আর ভারত থামে ১৭০ রানে। লর্ডসে এই জয়টি ইংল্যান্ডের জন্য বিশেষ মুহূর্ত হয়ে থাকল। আর ভারতের জন্য এটি হয়ে রইল এক হতাশার দিন। যেখানে জয়ের খুব কাছে গিয়েও শেষটা রাঙানো গেল না।