ঝড়ো ব্যাটিংয়ে শান্তর বিশ্বরেকর্ড ভেঙেই দিলেন ১৪ বছরের সূর্যবংশী

কয়েকদিন আগে নাজমুল হোসেন শান্তর বিশ্বরেকর্ডের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন বৈভব সূর্যবংশী। যুব ওয়ানডের ইতিহাসে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড ছিল শান্তর দখলে। ১৪ বছর ২৪১ দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন বাংলাদেশি ব্যাটার। ইংল্যান্ডের বিপক্ষে ৩১ বলে ৮৬ রান করে সে কীর্তির ঘাড়ে নিঃশ্বাস ফেলেছিলেন ভারতের টিনএজ সুপারস্টার।

এবার শান্তর রেকর্ড গুঁড়িয়েই দিলেন সূর্যবংশী। ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে গতকাল শনিবার ৭৮ বলে ১৪৩ রানের ইনিংস খেলেছেন তিনি। ইনিংসটি খেলার পথে ৫২ বলে সেঞ্চুরি স্পর্শ করেন তিনি। যুব ওয়ানডের ইতিহাসে যা দ্রুততম শতক।

১৪ বছর ১০০ দিন বয়সে তিন অঙ্ক ছুঁয়ে যুব ওয়ানডে ইতিহাসে কম বয়সে সেঞ্চুরির শান্তর রেকর্ড ভেঙে দিয়েছেন সূর্যবংশী।

এমন ঐতিহাসিক এক ইনিংস খেলার পরও সূর্যবংশী বিনয়ী, ‘সেঞ্চুরি করার পর আমার জানা ছিল না যে রেকর্ড গড়েছি। আমাদের ম্যানেজার অঙ্কিত স্যার পরে আমাকে বলেছেন যে আজকে আমি রেকর্ড গড়েছি। উদযাপনের তেমন কিছু নেই। প্রতি ম্যাচ যেরকম স্বাভাবিক থাকে, সেরকমই।’