টপ অর্ডার হারিয়ে ধুঁকছে আফগানিস্তান

হারলেই বিদায়—এমন কঠিন সমীকরণের ম্যাচে টপ অর্ডার হারিয়ে ধুঁকছে আফগানিস্তান। শ্রীলংকাকে বোলিংয়ে পাঠিয়ে অবশ্য দারুণ শুরু করেছিল দুই আফগান ওপেনার। তবে খেই হারায় দ্রুতই।

আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত ৯ ওভারে ৫৮ রান তুলেছে আফগানিস্তান। হারিয়েছে তিন ব্যাটার। তিনটি উইকেটই নিয়েছেন লঙ্কান পেসার নুয়ান থুসারা।

টস জিতে ভালো শুরু করেছিলেন রহমানউল্লাহ গুরবাজ ও সেদিকউল্লাহ আতাল। ৮ বলে গুরবাজ ফেরার আগে করেন ১৪ রান। আতালের ব্যাটে আসে ১৮ রান। এরপর উপরের দিকে নামা করিম জানাতকে (১) দ্রুতই ফেরান থুসারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানদের টানছেন ইব্রাহিম জাদরান (১৬ বলে ১২ রান) ও দারউইস রসুল (১৩ বলে ৭ রান)।

সমীকরণ বলছে, আফগানিস্তানের বিপক্ষে শ্রীলংকা জিতলেও, লংকানদের সঙ্গে সুপার ফোরে খেলবে বাংলাদেশ। তখন শ্রীলংকার পয়েন্ট হবে ৬, বাংলাদেশের পয়েন্ট থাকবে ৪ এবং আফগানিস্তান ২ পয়েন্ট নিয়ে বিদায় নেবে।

শ্রীলংকার বিপক্ষে জয় পেলে সুপার ফোর নিশ্চিত হবে আফগানিস্তানের। শ্রীলংকা ও বাংলাদেশের পয়েন্ট সমান ৪ করে হলেও রান রেটে সবার চেয়ে এগিয়ে থাকবে আফগানরাই। বর্তমানে আফগানিস্তানের রান রেট ২.১৫০, শ্রীলংকার ১.৫৪৬ ও বাংলাদেশের -০.২৭০। আফগানিস্তানের জয়ে রান রেটের হিসাবে বসতে হবে বাংলাদেশ ও শ্রীলংকাকে।