‘টাইগাররা মিরপুরে বেশ অভিজ্ঞ, পাকিস্তানিদের স্কিল দেখানোর জায়গা নয়’

বাংলাদেশ সফরে এসে টি-টোয়েন্টি সিরিজে হেরে সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। দলটির সাবেক তারকা ক্রিকেটাররা পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্যান্সে হতাশ এবং ক্ষুব্ধ।

বাংলাদেশ সফরে পাকিস্তানি ক্রিকেটারদের ব্যর্থতার পেছনে মিরপুরের উইকেটের কোনো দোষ দেখছেন না কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত সাবেক এই তারকা মনে করেন, বিশ্বের বিভিন্ন ধরনের উইকেটে মানিয়ে নিয়ে ভালো খেলাই ক্রিকেটারদের কাজ।

তিনি বলেন, ‘পাকিস্তানের স্কোয়াড স্যাটেলড না। বাংলাদেশের স্কোয়াড অনেক স্যাটেলড। ব্যাটিং বলুন বা বোলিং, তারা ক্লিনিকাল ফিনিশ করেছে। একে তো ঘরের মাঠে খেলা, যেখানে ওরা দুর্দান্ত দল। শুধু আমরা নই, পুরো দুনিয়াই সেখানে গিয়ে ভুগে।’

ক্রিকেট ইতিহাসের এই দ্রুত গতির পেসার আরও বলেন, ‘সাইম ও ফখরের শটও ব্যাটে আসছে না। এটা দুশ্চিন্তার বিষয়। এ দুজন জোরে মারতে পারে। তবে মানিয়ে নেওয়াই একজন খেলোয়াড়কে গ্রেট করে তোলে। শচীন, ইনজামাম, জহির ভাইরা এভাবেই দুনিয়া জুড়ে রান করেছে।’

শোয়েব আখতার বলেন, ‘বাংলাদেশের খেলোয়াড়রা ছোট বেলা থেকে এখানে খেলছে। এই উইকেট নিজের স্কিল দেখানোর জায়গা নয়। এখানে বুঝেশুনে খেলতে হয়। উইকেটে সেট হয়ে বল মারতে হয়। এটা তো প্রথম ম্যাচ নয় যেখানে ১৩০ রান করে জিতেছে। এখানে আগে পরিস্থিতি বুঝতে হয়। ওরা এখানে বেশ অভিজ্ঞ।’

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই খেলায় জিতে ২-০ এগিয়ে রয়েছে বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। সেই ম্যাচটি পাকিস্তানের জন্য যা সম্মান রক্ষার, আর বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশের লড়াই।