ডসনকে রেখেই ভারতের বিপক্ষে নামবে ইংল্যান্ড

ম্যানচেস্টার টেস্টের ১৪ জনের নাম আগেই জানিয়েছিল ইংল্যান্ড। সেখান থেকে বাদ পড়েছেন তিনজন। সোমবার লিয়াম ডসনকে রেখেই ভারতের বিপক্ষে টেস্টের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ৮ বছর পর এই টেস্ট দিয়েই প্রত্যাবর্তন হবে ডসনের।

লর্ডস টেস্টের শেষদিনে নায়ক বনে যাওয়া শোয়েব বশির ছিটকে গেছেন। তার জায়গায় দলে ঢুকেছিলেন ডসন। বাঁহাতি স্পিনের পাশাপাশি ব্যাটিংটাও দারুণ করেন। বেন স্টোকসের দল তাই ডসনের ওপরই ভরসা রাখছেন। ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট দল থেকে ওই একটি জায়গায়ই পরিবর্তন।

২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের হয়ে শেষবার খেলেছিলেন ডসন। ৮ বছর পর আবার ইংল্যান্ডের জাতীয় দলে। ইংলিশদের নির্বাচক লুক রাইট বলেন, ‘ডসন দলে সুযোগ পাওয়ার যোগ্য। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ও হ্যাম্পশায়ারের হয়ে দুর্দান্ত খেলেছে। তাই ওকে সুযোগ দেওয়া হয়েছে।’

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে স্টোকসের দল। ম্যানচেস্টারে ২৩ জুলাই শুরু হওয়া টেস্টটি ভারতের কাছে বিশেষ কিছু। লর্ডসের মতো এই টেস্টে হার দেখলে শুবমান গিলদের ট্রফি খোয়াতে হবে। ২৩ তারিখ শুরু হওয়া টেস্টে কাদের নিয়ে খেলবে ভারত, তা এখনও জানায়নি।