মাথাভাঙ্গা মনিটর: অধিনায়কের দায়িত্ব পেয়ে ব্যাট হাতে রীতিমতো ঝলক দেখাচ্ছেন শুভমান গিল। ভারতীয় এই তরুণ তারকা ব্যাটসম্যানের ইংল্যান্ডে চলতি সফরে অধিনায়ক হিসেবে অভিষেক হয়। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে লিডসে (১৪৭) সেঞ্চুরি করেন গিল। প্রথম টেস্টে নান্দনিক পারফরম্যান্সের পর এজবাস্টনে চলমান টেস্টে দায়িত্ব নিয়ে ব্যাট করেন। এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে গিল করেন ২৬৯ রান। তার ইনিংসে ভর করে ৫৮৭ রান করে ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে হ্যারি ব্রুক (১৫৮) ও জেমি স্মিথের (১৮৪) জোড়া সেঞ্চুরিতে ৪০৭ রান করে ইংল্যান্ড। ভারতের হয়ে ৬ ও ৪ উইকেট শিকার করেন মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপ। ১৮০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১২৬ রানে ভারত হারায় ৩ উইকেট। এরপর দলের হাল ধরেন অধিনায়ক শুভমান গিল ও ঋষভ পন্থ। চতুর্থ উইকেটে তারা গড়েন ১১০ রানের পার্টনারশিপ। এরপর পঞ্চম উইকেটে রবিন্দ্র জাদেজার সঙ্গে জুটি গড়ে তোলেন শুভমান গিল। এই জুটিতেই ক্যারিয়ারের ৩৪তম টেস্টে সপ্তম সেঞ্চুরি তুলে নেন শুভমান। শুভমানের সেঞ্চুরিতে চতুর্থ দিনের শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৩৫৮ রান। ভারতের লিড দাঁড়ালো ৫৩৮ রান। ১৩০ ও ৫২ রানে ব্যাট করছেন শুভমান গিল ও রবিন্দ্র জাদেজা।