দর্শনা বাউল পরিষদের ২২ বছর পূর্তিতে ফুটবল টুর্নামেন্ট লাঠি খেলা ও পুরস্কার বিতরণ

দর্শনা অফিস: দর্শনা আকন্দবাড়িয়া বাউল পরিষদের ২২ বছর পূর্তিতে বাউল উৎসব, ফুটবল টুর্নামেন্ট ও লাঠি খেলা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে দর্শনা প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণকালে দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ের পাশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রদর্শন করে বাউল পরিষদের লাঠিয়াল দল। পরিষদের বর্ষপূর্তি আয়োজনের মধ্যে গত ১ নভেম্বর শুরু হয় ১৬ দলের মধ্যে ফুটবল টুর্নামেন্ট। সিনিয়র ও জুনিয়র দুভাগে বিভক্ত করা হয়। সিনিয়রদের মধ্যে ফাইনাল ম্যাচে ঈশ্বরচন্দ্রপুর ফুটবল একাদশকে হারিয়ে দর্শনা কলেজপাড়া একাদশ ১ গোলে চ্যাম্পিয়ন হয়। জুনিয়রদের মধ্যে আকুন্দবাড়িয়া রায়পাড়া একাদশকে ২-০ গোলে হারিয়ে বাউল পরিষদ চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া গত মাসের ২৪ তারিখ থেকে বাউল উৎসবের আয়োজন করা হয় আকন্দবাড়িয়া কেরুজ মাঠে। গতকাল শুক্রবার বিকেলে দর্শনা প্রেসক্লাবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন কেরুজ চিনিকলের এডিএম শেখ শাহাব উদ্দিন, দর্শনা থানার সেকেন্ট অফিসার এসআই আহম্মদ আলী বিশ্বাস, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন রাজু। দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন বাউল পরিষদের সভাপতি মনিরুজ্জামান ধীরু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের উস্তাদ আমির হোসেন, পিন্টু শাহ, রাহাত আলী, সঙ্গীত ম্যানেজার কামাল হোসেন, মোমিনুল ইসলাম, সোহরাব হোসেন, নিজাম উদ্দিন, ইজাজুল হক, ছমির আলী, রমজান আলী, বিল্লাল হোসেন, স্বপন মিয়া প্রমুখ। পরে চ্যাম্পিয়ন, রানার্সআপ, সেরা খেলোয়ার ও অন্যান্য খেলোদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।

 

Comments (0)
Add Comment