নবির রেকর্ড হয়ে হয়েও হয়নি

মোহাম্মদ নবি, ৪০ বছর বয়সী একজন তরুণ। কে বলে সে বৃদ্ধ? তার নিষ্ঠা, ফিটনেস এবং দেশের প্রতি ডেডিকেশনের জন্য তিনি ধন্যবাদ পেতেই পারেন।

বৃহস্পতিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে এশিয়া কাপের বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে, ১৯ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৭ উইকেটে ১৩৭ রান। শেষ ওভারে মোহাম্মদ নবি টানা ৫টি ছক্কা মেরেছেন।

অল্পের জন্য ভারতীয় এবং উইন্ডিজের দুই তারকা যুবরাজ সিং ও কায়রন পোলার্ডের রেকর্ড স্পর্শ করতে পারেননি। রেকর্ডটি হয়ে হয়েও হয়নি। শেষ বলে মোহাম্মদ নবি রান আউট হয়ে ফেরেন।

মোহাম্মদ নবি শেষ ওভারে তাণ্ডব চালিয়ে আত্মবিশ্বাস নিয়ে প্যাভেলিয়নে ফেরেন। তিনি মাত্র ২২ বলে তিন চার আর ৬টি ছক্কার সাহায্যে ৬০ রানের ঝলমলে ইনিংস খেলেন। তার ব্যাটিং তাণ্ডবে আফগানিস্তান ৮ উইকেটে ১৬৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে।

এই ম্যাচে আফগানিস্তান হেরে গেলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে। তবে জিতে গেলে বাংলাদেশ, শ্রীলংকার মতো দুই জয়ে ৪ পয়েন্ট অর্জন করবে। তখন রান রেটে যে দুই দল এগিয়ে থাকবে