বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেবে নিয়োগ পেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। সাবেক এই তারকা অলরাউন্ডারকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সবকিছু ঠিক থাকলে ১ অক্টোবর থেকেই নারী দলের নির্বাচক হিসেবে বিসিবিতে যোগদান করার কথা সালমা খাতুনের।
সালমা খাতুন ২০১২ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত জাতীয় দলের হয়ে ৯৫টি টি-টোয়েন্টি আর ৪৬টি ওয়ানডে ম্যাচ খেলেন। তিনি দুই ফরম্যাটে ব্যাট হাতে ১ হাজার ১২৫ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ১৩৬ উইকেট।