স্টাফ রিপোর্টার: এশিয়া কাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে নেই ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। দলে ফিরেছেন রিংকু সিং ও শিবম দুবে।
১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্ব ও ২১ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচের মতো আজও টসের সময় হাত মেলাননি দুই দলের অধিনায়ক।
সূর্যকুমার যাদব টসের ফিল্ডিংয়ের সিদ্ধান্তের কথা জানিয়েই পাকিস্তান অধিনায়ক আগা সালমানের পাশ থেকে সরে গেছেন।
আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছিল পাকিস্তান, আজ সেই একাদশ নিয়েই খেলছে।
ভারত: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী
পাকিস্তান: ফখর জামান, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলি আগা (অধিনায়ক), হোসেন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ