বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে শঙ্কা : যা বলছে পিসিবি

চলতি মাসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু ভারত-পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতিরি কারণে সেই সিরিজ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ভারত পাকিস্তানে ড্রোন হামলা করার পর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং পাকিস্তান ভারতের হামলার পাল্টা হামলায় করায় ইন্ডিয়ান সুপার লিগ (আইপিএল) মাঝ পথেই বন্ধ হয়ে যায়। আইপিএল ও পিএসএল বন্ধ হয়ে যাওয়ায় পাকিস্তানের মাঠে বাংলাদেশ সিরিজ নিয়েও নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ঘোষিত সূচি অনুযায়ী আগামী ২৫ মে থেকে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। তবে সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতিতে এই সিরিজ আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে এই সিরিজ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ বলছিলেন, ‘সিরিজ মাঠে গড়াবে কিনা সেটা আমরা আরো ১-২ দিন পর বলতে পারবো। এখন তো অনিশ্চিত মনে হচ্ছে। এব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আন্তর্জাতিক বিভাগের পরিচালক উসমান ওয়াহলা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘সিরিজের এখনো প্রায় দুই সপ্তাহ বাকি। তাই আমরা এখনই কোনো শঙ্কার কিছু দেখছি না। এখনো এমন কোনো পরিস্থিতি হয়নি যাতে তা বন্ধ করতে হয়। আমরা বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে আশাবাদী এবং নিয়মিত বোর্ড টু বোর্ড যোগাযোগ হচ্ছে।’