বিকেএসপিতে অনুষ্ঠিত প্রথম প্রফেশনাল বক্সিং প্রতিযোগিতায় আলমডাঙ্গার বাবুল চ্যাম্পিয়ন

আলমডাঙ্গা ব্যুরো: বিকেএসপিতে অনুষ্ঠিত প্রথম প্রফেশনাল বক্সিং প্রতিযোগিতা ২০২০-এ অংশ নিয়ে আলমডাঙ্গার সন্তান বাবুল হোসেন চ্যাম্পিয়ন হয়েছেন। আলমডাঙ্গা স্পোর্টস একাডেমি থেকে বাবুল হোসেন বাংলাদেশ প্রফেসনাল বক্সিং অ্যাসোসিয়েশন আয়োজিত ১১৮ পাউন্ড ক্যাটাগরিতে অংশ নিয়ে চূড়ান্ত পর্বে কুমিল্লা জেলার আক্তারুজ্জামানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। কঠোর স্বাস্থ্যবিধি মেনে গত ২০ নভেম্বর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে এ খেলা অনুষ্ঠিত হয়েছে। বাবুল হোসেন আলমডাঙ্গা শহরের এক্সচেঞ্জপাড়ার গানু মিয়ার ছেলে। এ চ্যাম্পিয়নশিপের মর্যাদা অর্জনের জন্য বাবুল হোসেন বিকেএসপির অ্যাথলেট প্রশিক্ষক আবদুল্লাহ হিল কাফী ও আলমডাঙ্গা স্পোর্টস একাডেমির পরিচালক সাঈদ হিরণকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। আলমডাঙ্গা স্পোর্টস একাডেমির পক্ষ থেকেও বক্সিং চ্যাম্পিয়ন বাবুল হোসেনকে অভিনন্দন জানানো হয়েছে।

Comments (0)
Add Comment