বীর মুক্তিযোদ্ধা মীর্জা সুলতান রাজা স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কুড়ুলগাছি প্রতিনিধি: দর্শনার ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা মীর্জা সুলতান রাজা স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় ছয়ঘরিয়া ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টান টান উত্তেজনায় ইউনিক স্পোর্টস গ্যালারি দর্শনা ফুটবল একাদশ ১-০ গোলে টু ফ্রেন্ডস ইলেভেন টাইগারস একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।  ফাইনাল ম্যাচের অনুষ্ঠানে প্রধান অতিথি  পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম বলেন, মাদক নয় খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চ্চায় এগোবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম । সে জন্য সমাজের প্রতিষ্ঠিত মানুষদের এরকম উদ্যাগে এগিয়ে আসা উচিত। তরুণদের এরকম ভালো কাজে উৎসাহিত করলেই তারা  সামজের ভালোর জন্য কর্মে এগোবে। ফাইনাল খেলায় মীর্জা সোহরাব মাহমুদ আমিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম। খেলার প্রধান আকর্ষণ ছিলেন জাতীয় ফুটবল কোচ ও এএফসি কোচ মধু ওস্তাদ। বিশেষ অতিথি ছিলেন দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার কুড়–লগাছি প্রতিনিধি হাসমত আলী, ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আশরাফুল আলম, ইউপি সদস্য মো. আব্দুর রহমান, আ.লীগ নেতা ফরিদ হোসেন, মো. মিজানুর রহমান বাবলু, রিজিয়া খাতুন, মো. আবুল হাসেম, মমতাজুল ইসলাম শাহিন, সার্বিক সহযোগিতায় ছিলেন পলাশ, শিমুল, নাজমুল, সাগর, তানিন, তুষার, শাকিল, স্বাপন, আসিফ, মনি, লিখন, সাজিদুল, মর্তুজা, রাশেদসহ প্রমুখ। খেলায় রেফারির দায়িত্ব ছিলেন শাহেদ, সুলতান ও লিটন। ধারাভাষ্যে ছিলেন শামিম হোসেন। খেলায় সেরা খেলোয়াড় হন মহিবুল। রাত্রিকালীন ফুটবল খেলায় হাজার হাজার দর্শক খেলাটি লাইটের আলোয় উপভোগ করেন।

Comments (0)
Add Comment