বৃষ্টিতে ভেসে গেল কলকাতার স্বপ : প্লে অফে কোহলির বেঙ্গালুরু

মাথাভাঙ্গা মনিটর: বেঙ্গালুরুতে টানা বৃষ্টিতে ভেসে গেল কলকাতা নাইট রাইডার্সের শিরোপা ধরে রাখার স্বপ্ন। ম্যাচ শুরুর কোনো সম্ভাবনাই ছিল না, এমনকি খেলোয়াড়েরা ওয়ার্মআপেও নামতে পারেননি। ফলে দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। এই এক পয়েন্টেই নিশ্চিত হয়ে গেল কেকেআরের বিদায়। তাদের সর্বনেশে রাতে লাভ হয়েছে আরসিবির। প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে তাদের। এই ম্যাচের পর কেকেআরের পয়েন্ট দাঁড়াল ১২। তারা এখন আর ১৪-এর বেশি যেতে পারবে না। ইতোমধ্যে তিনটি দল ১৪ পয়েন্টের বেশি নিয়ে এগিয়ে গেছে, আর ১৪ ও ১৩ পয়েন্টের দুই দলের মধ্যে এখনো একটি ম্যাচ বাকি। তাই কেকেআরের আর সুযোগ নেই। অন্যদিকে, এই এক পয়েন্টেই ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আরসিবি চলে গেল আরও সুবিধাজনক অবস্থানে। তারা এখন তাকিয়ে আছে শীর্ষ দুইয়ের মধ্যে থাকার দিকে, কারণ আইপিএলে প্রথম দুইয়ে থাকলে দুটি সুযোগ থাকে ফাইনালে ওঠার। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী গুজরাট টাইটানসের ১১ ম্যাচে ১৬ পয়েন্ট এবং পাঞ্জাব কিংসের ১১ ম্যাচে ১৫ পয়েন্ট। ২০১৬ সালের সানরাইজার্স হায়দরাবাদ ছাড়া আইপিএলের ইতিহাসে আর কোনো দল টপ টু-এর বাইরে থেকে শিরোপা জিততে পারেনি। এই ম্যাচে সবচেয়ে হতাশটা বড় হয়েছে বিরাট কোহলির ভক্তদের। তারা সবাই সাদা পোশাকে মাঠে এসেছিলেন কোহলির টেস্ট থেকে অবসরের প্রতি শ্রদ্ধা জানাতে। কিন্তু বৃষ্টির কারণে তাদের প্রিয় তারকাকে মাঠে দেখার সুযোগই হয়নি। বেঙ্গালুরুতে বর্ষা শুরু হয়ে গেছে, আর সামনে শুক্রবার আছে আরসিবির আরেকটি হোম ম্যাচ। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ, যারা ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তাই আরসিবির সামনে থাকবে দুই পয়েন্ট পাওয়া আর কোহলির বিদায় উদযাপনের বড় এক সুযোগ। ভক্তরা আশা করবেন, অন্তত এবার বৃষ্টি বাঁধা হয়ে না দাঁড়ায়।