শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে সুপার ফোরের লড়াই শুরু করেছে বাংলাদেশ। এবার অপেক্ষা ভারত ম্যাচের।
সেই ম্যাচের প্রস্তুতিপর্বে দেখা গেল অভূতপূর্ব এক দৃশ্য। নাসুম আহমেদ অবতীর্ণ হলেন অন্য ভূমিকায়। নামাজের ওয়াক্ত শুরু হতেই আজান দিলেন মাঠে দাঁড়িয়ে। এরপর অনুশীলনের ফাঁকে মুশতাক আহমেদের ইমামতিতে মাঠেই নামাজ আদায় করলেন নাসুমসহ অনেক সতীর্থ।
ঘটনাটা গতকাল সোমবারের। ভারত ম্যাচের প্রস্তুতি নিতে মাঠে এসে হাজির হয়েছিল দল। মূল প্রস্তুতি শুরুর আগে চলছিল গা গরম করার পর্ব, দলের সবাই তখন ব্যস্ত ফুটবল নিয়ে কারিকুরিতে।
ঠিক তখন নামাজের সময় শুরু হয়। মাগরিবের সে ওয়াক্তে নাসুম আহমেদ তার ভূমিকা বদলে বনে যান মুয়াজ্জিন। মাঠের মাঝে দাঁড়িয়ে আজান দিতে শুরু করেন তিনি।
সে আজান শেষ হলে মুশতাক আহমেদ বনে যান সে জামায়াতের ইমাম। তার পেছনে দাঁড়িয়ে নামাজে দাঁড়ান দলের অনেকে।
‘ইমাম’ মুশতাকের পেছনে নাসুম আহমেদ ছাড়াও মুক্তাদি হিসেবে উপস্থিত হন তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, শেখ মেহেদী, জাকের আলী, রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহানরা। সময় যত গড়াতে থাকে, নামাজের কাতারের দৈর্ঘ্যও বাড়তে থাকে।
এবারের এশিয়া কাপ যাত্রার আগে বড় কিছুর স্বপ্ন দেখিয়েই দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নিয়ে সে লক্ষ্যে একটা বড় পদক্ষেপই নিয়ে ফেলেছে দলটা। এবার সামনে ভারত।