মিরপুরের ‘স্লো’ উইকেটের সব দোষই কি গামিনির?

স্টাফ রিপোর্টার:ভালো উইকেটে প্রস্তুতির কথা উঠলেই চট্টগ্রাম, সিলেটের কথা ভাবা হয়। অথচ, সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ হয় মিরপুর স্টেডিয়ামে। চট্টগ্রামে এখন ‘এ’ দল ও এইচপি দলের প্রস্তুতি চলছে। প্রস্তুতি দেখে অস্ট্রেলিয়া সফরের জন্য ‘এ’ দল ঘোষণা করবেন নির্বাচকরা। এশিয়া কাপের আগে বাংলাদেশ জাতীয় দলেরও চট্টগ্রাম কিংবা সিলেটে ক্যাম্প হতে পারে।

এদিকে দীর্ঘদিন ধরে মিরপুরের কিউরেটরের দায়িত্ব পালন করা গামিনি ডি সিলভাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানালেন, মিরপুরের উইকেটের মাটি হয়তো বদলাতে হতে পারে।

মিরপুরের উইকেট তৈরি হয় বিসিবির চাওয়া মোতাবেক। স্লো ও লো উইকেট বানিয়ে বাংলাদেশ সাফল্য পেতে চায় বরাবর। সাফল্যও ধরা দিয়েছে। তবে হুটহাট করে উইকেটে বাউন্স ও গতি চাইলে সেটা দিতে পারেন না কিউরেটর।

প্রধান সমস্যা বিসিবির। কিন্তু গামিনির ওপর দোষ চাপানো হয়। উইকেট নিয়ে কাল চট্টগ্রামে নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘মিরপুরে স্পোর্টিং উইকেট হয়নি। যারা দায়িত্বে রয়েছেন দায়টা তাদের। আমার মনে হয় না যে, বোর্ডের দিক থেকে লো এবং স্লো উইকেট করতে বলা হয়েছিল। আমরা যখন চেয়েছি বাউন্সি উইকেট তখন সেটা হয়নি।’

তিনি বলেন, ‘কিছু সমস্যা আছে। মিরপুরের উইকেট নিয়ে আমরা সন্তুষ্ট নই। সামনে এ নিয়ে কাজ করতে হবে। মাটি হয়তো বদলাতে হবে।’