মাত্র এক মৌসুম পরই আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের হেড কোচের পদ ছাড়লেন রাহুল দ্রাবিড়ের। শনিবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে দ্রাবিড়ের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
জানা গেছে, দ্রাবিড়কে দলে আরও বড় পদ অফার করা হয়েছিল, তবে তিনি তা গ্রহণ করতে চাননি। একাধিক বছরের চুক্তি থাকা সত্ত্বেও দলের কাঠামোগত পর্যালোচনার পর দ্রাবিড়ের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছায় রাজস্থান।
আইপিএলের সর্বশেষ মৌসুমটা ভালো যায়নি দ্রাবিড়ের। নবম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল রয়্যালস। ১৪ ম্যাচে মাত্র চারটি ম্যাচ জিতেছিল ফ্রাঞ্চাইজিটি, যা ২০২১ সালের পর দলের সবচেয়ে খারাপ মৌসুম।
রাজস্থানের এক বিবৃতিতে বলা হয়, ‘প্রধান কোচ রাহুল দ্রাবিড় আইপিএল ২০২৬-এর আগে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তার মেয়াদ শেষ করবেন। ফ্র্যাঞ্চাইজির কাঠামোগত পর্যালোচনার অংশ হিসেবে রাহুলকে বড় একটি পদ অফার করা হয়েছিল, তবে তিনি তা গ্রহণ করেননি। রয়্যালস, এর খেলোয়াড়রা এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ সমর্থক রাহুলের অসামান্য অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে।’
রাহুল দ্রাবিড় প্রথমবার রাজস্থান রয়্যালসে যোগ দেন ২০১১ সালে খেলোয়াড় হিসেবে এবং ২০১২ ও ২০১৩ মৌসুমে দলকে নেতৃত্ব দেন। এরপর ২০১৪ ও ২০১৫ সালে টিম ডিরেক্টর ও মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন।