লঙ্কানদের বিপক্ষে টিকে থাকার চ্যালেঞ্জ বাংলাদেশের

স্টাফ রিপোর্টার: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সিরিজে টিকে থাকার চ্যালেঞ্জ নিয়ে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে হারে বাংলাদেশ। ফলে সিরিজে সমতা ফেরাতে হলে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া কোনো পথ নেই টাইগারদের সামনে। প্রথম ম্যাচের ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন বোলিং কোচ মুশতাক আহমেদ। তার মতে, ইনিংস বড় করতে না পারার কারণেই ভুগছে বাংলাদেশ। তিনি বলেন, ‘যখন একজন ব্যাটার ফর্মে থাকে ৩০-৪০ রান করে, তখন তার লক্ষ্য হওয়া উচিত ৭০-৮০ পর্যন্ত খেলাটা টেনে নেয়া।’ উদাহরণ হিসেবে তিনি টেনেছেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিসকে, যিনি ধারাবাহিক ভাবে ভালো খেলছেন। মুশতাক বলেন, ‘মেন্ডিস যেভাবে দায়িত্ব নিয়ে ইনিংস খেলছে, আমাদের দলেও সেই রকম ব্যাটিং প্রয়োজন। আমাদের বোলাররা তার কারণেই চাপে পড়ছে।’ ব্যাটারদের পরিকল্পনায় ঘাটতির কথাও বলেন এই পাকিস্তানি কোচ, ‘যখন পরিকল্পনা কাজে লাগানোর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন ব্যাটাররা তা করতে পারেনি। শামীম হোসেন ইতিবাচক মানসিকতা দেখিয়েছিল, কিন্তু সবাই সেটা দেখাতে পারেনি।’ এদিকে একাদশেও কিছু পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। ঊরুর চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে না পারা জাকের আলি যদি ফিট হয়ে যান, তাহলে দ্বিতীয় ম্যাচে একাদশে ফিরতে পারেন তিনি। একইসঙ্গে দলে ফিরতে পারেন প্রথম ম্যাচে বাইরে থাকা অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানও।
সাকিবকে জাতীয় দলে ফেরানোর কথা ভাবছে বিসিবি