শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডের শুরুটা ভালোই হলো বাংলাদেশের। শুরুর ৭ ওভারেই তুলে নেওয়া গেছে স্বাগতিকদের ৩ উইকেট। তানজিম হাসান সাকিব আর তাসকিন আহমেদের বোলিংয়ে ভর করে লংকানদের বিপাকেই ফেলে দিয়েছে সফরকারীরা।
টস হেরে বোলিংয়ে নেমে তাসকিন প্রথম ওভারেই দেন মেইডেন। তবে লংকানদের প্রথম ধাক্কাটা দিয়েছেন তানজিম হাসান সাকিব। চতুর্থ ওভারের প্রথম বলে বেশ গতি আর বাউন্স ছিল। সেটাই কাট করতে গিয়ে উইকেটের পেছনে লিটন দাসের হাতে তুলে দেন পাথুম নিসাঙ্কা। ৮ বলেও রানের খাতা খোলা হয়নি তার।
এরপরের ওভারে আরেক ওপেনার নিশান মাদুস্কাকে ফেরান তাসকিন। তার অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে বল ইনসাইড এজ হয়। তা গিয়ে ভাঙে স্টাম্প। পঞ্চম ওভারেই দুই ওপেনারকে খুইয়ে বসে স্বাগতিকরা। স্কোরবোর্ডে রান ছিল তখন মোটে ১১!
তবে সাকিবের পরের ওভারে ১৪ রান নিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল স্বাগতিকরা। তাসকিনের ধাক্কায় আবারও খোলসে ঢুকে যেতে হয় তাদের। তার বলে মিড অফে ক্যাচ তুলে দেন কামিন্দু মেন্ডিস। সপ্তম ওভারে ২৯ রানে ১ উইকেট খুইয়ে বসে শ্রীলঙ্কা।