শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

স্টাফ রিপোর্টার: শ্রীলঙ্কা সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। লাল বলের সিরিজে হারের পর দুই দল এখন খেলছে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে হেরে ইতোমধ্যেই পিছিয়ে পড়েছে লাল-সবুজের দল। এরই মধ্যে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা সিরিজের জন্য ঘোষিত টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন নাইম শেখ। তিনি সবশেষ বাংলাদেশের হয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে মাঠে নেমেছিলেন ২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে। একই সঙ্গে এক বছর পর দলে ডাক পেয়েছেন সাইফউদ্দীন। তবে লঙ্কানদের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য ঘোষিত দলে নেই নাজমুল হোসেন শান্ত। সেই সঙ্গে পেসার নাহিদ রানাকেও দলে রাখেননি নির্বাচকরা। ওপেনিংয়ে দেখা যাবে তানজিদ তামিম ও পারভেজ ইমনকে। এছাড়া অধিনায়ক লিটনের সঙ্গে আরও থাকবেন মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, জাকের আলীরা। বোলিংয়ে তাসকিনের সঙ্গে আরও থাকছেন মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান এবং নাসুম আহমেদ। বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।