সিরিজের মাঝপথে লন্ডন যাচ্ছেন বাংলাদেশ কোচ

শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের অবস্থানে থেকেও বড় হার সঙ্গী হয়েছে বাংলাদেশের। ফলে পরের দুই ম্যাচই মেহেদী হাসান মিরাজের দলের জন্য বাঁচা মরার লড়াই। ঠিক এই সময়ে একটা দুঃসংবাদ পেল বাংলাদেশ। সিরিজের মাঝপথে শ্রীলংকা ছেড়ে কোচ ফিল সিমন্সকে যেতে হচ্ছে লন্ডনে।

বিষয়টি আজ শুক্রবার নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মেডিক্যাল অ্যাপয়েন্টমেন্টের জন্যই মূলত তাকে শ্রীলংকা ছেড়ে লন্ডনে যেতে হচ্ছে। আর সে কারণে তিনি দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ড্রেসিংরুমে থাকতে পারবেন না বলে জানিয়েছে বিসিবি।

সিমন্স আজ ৪ জুলাই রাতেই লন্ডনের উদ্দেশে কলম্বো ছাড়বেন। সেখানে থাকবেন ২ দিন। শ্রীলংকায় ফিরে আসবেন আগামী ৭ জুলাই।

সিমন্স যখন লন্ডনে থাকবেন, বাংলাদেশ তখনই মাঠে নামবে। আগামীকাল শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে নামবে দুই দল।

সিমন্সের অধীনে এখন পর্যন্ত বাংলাদেশ ম্যাচ খেলেছে ২৬টি। জিতেছে ৭টি ম্যাচ। ওয়ানডে ফরম্যাটে জিতেছে মোটে ১টি ম্যাচ, গেল বছর আফগানিস্তানের বিপক্ষে। আর টেস্টে জিতেছে ২ ম্যাচে, টি-টোয়েন্টিতে জিতেছে ৪টি ম্যাচে।