সিরিজ জয়ের পরও শেষটা সুন্দর হলো না বাংলাদেশের

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচ জয়ের মাধ্যমে আগেই শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু কিউইদের হোয়াইটওয়াশ করার মিশনে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৪ উইকেটে হেরে গেছে নুরুল হাসান সোহানের দল। সিলেটের আউটার স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ২২৮ রানের লক্ষ্য ১০ বল হাতে রেখে পেরিয়ে গিয়েছে নিউজিল্যান্ড।নাসুম আহমেদ, নাঈম হাসান ও মোসাদ্দেক হোসেন আঙুলের জাদুতে ম্যাচ অনেকটা হাতের মুঠোয় নিয়ে এসেছিল বাংলাদেশ। কিন্তু সপ্তম উইকেটে ৬৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে কিউইদের জয়ের বন্দরে নোঙর করান ডিন ফক্সক্রফট ও জ্যাক ফুকস। এর মধ্যে ৪৩ বলে ৩ চারে দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন ফক্সক্রফট। ফুকস অপরাজিত থাকেন ২৮ রানে। বাংলাদেশের পক্ষে তিন স্পিনার নাসুম, নাঈম এবং মোসাদ্দেক দুটি করে উইকেট শিকার করেন। এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি সোহানের দল। মিডল অর্ডারে ইয়াসির আলী রাব্বি (৬৩) ফিফটি ও শেষ দিকে নাসুম আহমেদের (৬৭) লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যারিয়ারসেরা ইনিংসে দুইশ পার করে স্বাগতিকরা। তবে কিউইদের বোলিং তোপে ৪৭.৪ ওভারে ২২৬ রানে অলআউট হয়ে গেছে সোহানের দল। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে লেগ স্পিনার আদিত্য আশোক ৪৪ রানে নিয়েছেন ৩ উইকেট। শেষ ম্যাচ হারলেও তিন ম্যাচের সিরিজের ট্রফি ২-১ ব্যবধানে জিতে নিয়ে নিজেদের কাছেই রেখেছে বাংলাদেশ।