লর্ডসে হারতে বসছিল ইংল্যান্ড। শেষ পর্যন্ত ভারত পারেনি। শুবমান গিলদের ব্যর্থতায় জয়োল্লাসে মেতেছিল বেন স্টোকসের দল। সেই খুশি অবশ্য মিলিয়ে যেতে বসেছে আজ। ওই টেস্টে স্লো ওভার রেটের কারণে ইংলিশদের দুই পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। তাতে টেবিলেও হয়েছে অবনতি। এতটুকুই নয়। ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানাও গুনতে হবে স্বাগতিকদের।
আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ওভার না করায় এই শাস্তির মুখে পড়েছে স্টোকস ব্রিগেড। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের নেতৃত্বাধীন আইসিসি এলিট প্যানেল জানিয়েছে এই সিদ্ধান্ত। শাস্তি এবং জরিমানা মেনে নিয়েছে ইংল্যান্ড।
দলটির অধিনায়ক স্টোকস অভিযোগ মেনে নেওয়ায় আলাদা করে শুনানিরও প্রয়োজন হয়নি। তবে ২ পয়েন্ট খোয়ানোয় আরেকটি বড় ক্ষতি হয়ে গেছে ইংলিশদের। তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের স্থান হারিয়েছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপে স্টোকসদের পয়েন্ট এখন ২২। আগে ছিল ২৪। পয়েন্ট হার শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৬.৬৭ থেকে ৬১.১১ শতাংশে। এই পরিবর্তনে পয়েন্ট টেবিলেও এক ধাপ নেমে গেছে ইংল্যান্ড। দ্বিতীয় স্থান হারিয়ে তারা এখন অবস্থান তিন নম্বরে। শ্রীলঙ্কা উঠে এসেছে দ্বিতীয় স্থানে।
আগামী ২৩ জুলাই অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্ট। ভারতের কাছে এই টেস্ট বিশেষ কিছু। শুবমানরা ম্যানচেস্টারে হারলে সিরিজ খোয়াতে হবে। স্টোকসদের কাছেও তেমন। এক ম্যাচ হাতে রেখেই ট্রফি নিশ্চিত করতে চায় ইংল্যান্ড।