স্পর্ট ফুটবল টুর্নামেন্টে চুয়াডাঙ্গা রেলপাড়া ফ্রিডম ৩-২ গোলে ফাইটার্সের জয়লাভ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত স্পর্ট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে চুয়াডাঙ্গা রেল পাড়ার ফ্রীডম ফাইটারর্স একাদশ টাইব্রেকারে ৩-২ গোলে জয়লাভ করেছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ফুটবল ফ্রেন্ডস ক্লাব ও চুয়াডাঙ্গা রেলপাড়া ফ্রিডম ফাইটারর্স একাদশ। উত্তেজনাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে উভয় দলের দলীয় গোল সংখ্যা ছিল ১-১। টুর্নামেন্টের বাইলজ অনুসারে খেলার ফলাফল নিশ্চিত করার জন্য টাইব্রেকার পদ্ধতির সহায়তা নেয়া হয়। টাইব্রেকারে রেলপড়া ফ্রীডম ফাইটারর্স একাদশ ৩-২ গোলে ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে। ফ্রীডম ফাইটারর্স এর পক্ষে শিমুল, জসীম ও জাহিদ ১টি করে গোল করে। এছাড়া চুয়াডাঙ্গা রেলপাড়া ফ্রীডম ফাইটারর্স একাদশের পক্ষে খেলায় অংশগ্রহণ করে শুভ, ইমন, রহমান, ইডসুপ, রসুল, শিমুল, জাহিদ, বিফল, সানী, মোস্তাফিজুর, আকাশ ও রহমান। গতকালের ম্যাচটি পরিচালনা করেন সাবেক ফুটবলার আসাদুল হক আশা। খেলার মাঠে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা পরিষদের সদস্য টাউন ফুটবল মাঠ বয়েজ নামে পরিচিত সাগর, অপূর্ব, পুলক, নাজিম ও খোকন। আজ বিকেল সাড়ে ৪টায় একই মাঠে মুখোমুখি হবে সাতগাড়ী ওয়ারিয়র্সক্লাব ও চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট একাদশ।
েেস্পর্ট ফুটবল টুর্নামেন্টে চুয়াডাঙ্গা রেলপাড়া ফ্রিডম ৩-২ গোলে ফাইটার্সের জয়লাভ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত স্পর্ট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে চুয়াডাঙ্গা রেল পাড়ার ফ্রীডম ফাইটারর্স একাদশ টাইব্রেকারে ৩-২ গোলে জয়লাভ করেছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ফুটবল ফ্রেন্ডস ক্লাব ও চুয়াডাঙ্গা রেলপাড়া ফ্রিডম ফাইটারর্স একাদশ। উত্তেজনাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে উভয় দলের দলীয় গোল সংখ্যা ছিল ১-১। টুর্নামেন্টের বাইলজ অনুসারে খেলার ফলাফল নিশ্চিত করার জন্য টাইব্রেকার পদ্ধতির সহায়তা নেয়া হয়। টাইব্রেকারে রেলপড়া ফ্রীডম ফাইটারর্স একাদশ ৩-২ গোলে ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে। ফ্রীডম ফাইটারর্স এর পক্ষে শিমুল, জসীম ও জাহিদ ১টি করে গোল করে। এছাড়া চুয়াডাঙ্গা রেলপাড়া ফ্রীডম ফাইটারর্স একাদশের পক্ষে খেলায় অংশগ্রহণ করে শুভ, ইমন, রহমান, ইডসুপ, রসুল, শিমুল, জাহিদ, বিফল, সানী, মোস্তাফিজুর, আকাশ ও রহমান। গতকালের ম্যাচটি পরিচালনা করেন সাবেক ফুটবলার আসাদুল হক আশা। খেলার মাঠে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা পরিষদের সদস্য টাউন ফুটবল মাঠ বয়েজ নামে পরিচিত সাগর, অপূর্ব, পুলক, নাজিম ও খোকন। আজ বিকেল সাড়ে ৪টায় একই মাঠে মুখোমুখি হবে সাতগাড়ী ওয়ারিয়র্সক্লাব ও চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট একাদশ।