মাথাভাঙ্গা মনিটর: ২০২৬ সালে ‘দ্য বিউটিফুল গেম’ বিশ্বকাপ ফুটবল যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী এই টুর্নামেন্ট দেখার জন্য টিকিট সংগ্রহ করতে চাইবেন। তবে ৬৫ লাখের বেশি দর্শক স্টেডিয়ামে খেলা দেখবে বলে আশা করা হচ্ছে। অনলাইনে আরও বহু মানুষ রেজিস্ট্রেশন করেছে। ফলে ২০২৬ ফিফা বিশ্বকাপে জায়গা নিশ্চিত করাটা শুধু একটি ওয়েবসাইটে লগইন করলেই সম্ভব হবে না। ফিফার মতে, টিকিট ছাড়ার তারিখ সম্পর্কে হালনাগাদ তথ্য পেতে তাদের ওয়েবসাইটে গিয়ে আগ্রহ নিবন্ধন করাই সবচেয়ে ভালো উপায়। সেখানে আপনাকে একটি ফিফা আইডি তৈরি করতে বলা হবে, যা টিকিট আবেদন ও কেনার জন্য প্রয়োজন। বিশ্বকাপের টিকিট কয়েকটি ধাপে ছাড়া হবে। প্রথম ধাপের টিকিট বিক্রি শুরু হবে ১০ সেপ্টেম্বর থেকে। এই ধাপে নিবন্ধিত কিছু ভক্ত এলোমেলোভাবে নির্ধারিত সময়ের জন্য আবেদন করতে পারবেন, যাতে তারা নির্দিষ্ট সময়কালে টিকিট কিনতে পারেন। ২০২২ সালের কাতার বিশ্বকাপের মতো, প্রথম ধাপের টিকিট বিক্রি হবে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হওয়ার আগেই, ফলে আপনি তখনো জানবেন না যে কোন দল কোন ম্যাচ খেলবে। পরবর্তী ধাপে, ড্র সম্পন্ন হওয়ার পরে, প্রতিটি দলের গ্রুপ নির্ধারিত হলে, ক্রেতারা নির্দিষ্ট ম্যাচ বেছে নিয়ে টিকিট কিনতে পারবেন।