আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে কলেজের হলরুমে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে রবিবার (২৫ জানুয়ারি) দিনব্যাপী বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে কলেজের শিক্ষার্থীরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশুরা খাতুনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক। এসময় তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি তৈরি হয়, যা ভবিষ্যৎ জীবনে সাফল্য অর্জনে সহায়ক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সদস্য ও আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক এ.কে.এম রাজীউজ্জামান। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে নিয়মিত ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আশুরা খাতুন বলেন, একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণের পাশাপাশি শরীরচর্চা ও ক্রীড়া কার্যক্রমে সক্রিয় থাকার আহ্বান জানান।
সহকারী অধ্যাপক আব্দুর রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, সহকারী অধ্যাপক কামাল হোসেন, পারভীন সুলতানা, সামসুন্নাহার, নাসরীন নাহার, জ্যেষ্ঠ প্রভাষক মিজানুর রহমান, শরিফুল আলম, প্রভাংশু কুমার ব্যানার্জ্জী, শফিউল হক, মোতাহার হোসেন, বজলুর রশিদ, হুমায়ন কবীর, এ. কে. এম গোলাম সরোয়ার, সুরাইয়া জেসমিন, জেবুন নেছা, জুলিয়া খাতুন, মিলি ইয়াসমিন, মিজানুর রহমান, আব্দুল কুদ্দুস, কামরুন্নাহার দীপা, ফারহাত জামিল, নুরুন নাহার, মুন্নুজান খাতুন, প্রবীর কুমার পাল, ইউনুস আলী, কবিরুল ইসলামসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ ও কর্মচারীরা। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।