আজ সারাদেশে জেলা পর্যায়ে বিএনপির বিক্ষোভ

 

স্টাফ রিপোর্টার: লোডশেডিং, জ্বালানি খাতে ‘অব্যবস্থাপনা’র প্রতিবাদ, নিরবচ্ছিন্ন বিদ্য্যুৎ ও জ্বালানি সরবরাহ এবং সরকারের পদত্যাগ দাবিতে আজ রোববার সারাদেশে জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। গত মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনদিনের এ কর্মসূচি ঘোষণা করেন। এজন্য নেতাকর্মীদের উজ্জীবিত করতে ৭৫ কেন্দ্রীয় নেতা তৃণমূলে এসেছে। জ্বালানি খাতে দুর্নীতিসহ নানা অনিয়মের তথ্য তুলে ধরতে ইতোমধ্যে নেতাদের নির্দেশনা দিয়েছেন দলটির হাইকমান্ড। আজ রোববার সব জেলা পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, মেহেরপুরে অনিন্দ্য ইসলাম অমিত, ঝিনাইদহে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, কুষ্টিয়ায় আতাউর রহমান ঢালী, যশোরে মশিউর রহমান, মাগুরায় অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, নড়াইলে অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বাগেরহাটে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সাতক্ষীরায় আজিজুল বারী হেলাল ও খুলনায় ড. আসাদুজ্জামান রিপন।

Comments (0)
Add Comment