আবহাওয়া সমাচার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় শনিবার সারাদিন ছিলো তীব্র খরা। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও গরমের প্রভাব কমেনি। বরঞ্চ ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়ে মানুষ। গুমটধরা আবহাওয়ার মধ্যে মাঠের ধান কাটা ঝাড়ার তোড়জোড় শুরু হয়েছে। এরই মাঝে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৫ দিনের শেষের দিকে বৃষ্টি বজ্র বৃষ্টির সম্ভবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে দেশের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আংশিক মেঘলা আকাশসহ সরা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগসহ শ্রমীঙ্গল অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। তা অবহ্যাত থাকতে পরে। কিছুু এলাকায় বিস্তার লাভ করতে পারে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে সামান্য পরিবর্তন হতে পারে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪০ দশমিক শূন্য ও সর্বনি¤œ শ্রীমঙ্গলে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ছিলো ৩৯ দশমিক ৫ ও সর্বন্মি ২১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

Comments (0)
Add Comment