আবারও জেঁকে বসেছে শীত

স্টাফ রিপোর্টার: আবহাওয়ার পূর্বাভাসে সামান্য পরিবর্তনের কথা বলা হলেও চুয়াডাঙ্গায় বুধবার থেকে অনেকটাই বদলেছে তাপমাত্রা। জেকে বসেছে শীত। উত্তরবঙ্গের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। তা বিস্তার লাভ করে শীতের প্রকোপ বাড়তে পারে। তবে ৫ দিনের শেষের দিকে আবারও তাপমাত্রা বাড়বে। এদিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছে।
চুয়াডাঙ্গাসহ দেশের অধিকাংশ এলাকায় তাপমাত্রা দ্রুত হ্রাস পাচ্ছে। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা তরতর করে নেমে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে ঠেকেছে। সর্বনিম্ন তাপমাত্রাও কমে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। আজ বৃহস্পতিবার অরও কমতে পারে। রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, সৈয়দপুর ও কুড়িগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদুশৈত্যপ্রবাহ। চুয়াডাঙ্গাসহ পার্শ্ববর্তী এলাকায় শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা বদলগাছি ৭ দশমিক ৮ ও সর্বোচ্চ টেকনাফে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে। ৫ দিনের শেষের দিকে আবারও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

Comments (0)
Add Comment