আলমডাঙ্গার বিশিষ্ট পান ব্যবসায়ী মহিনুল ইসলামের নিজ অর্থ্যায়নে ১১০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

 

বাড়াদি প্রতিনিধি: আলমডাঙ্গা দুর্লভপুর গ্রামের বিশিষ্ট পান ব্যবসায়ী মহিনুল ইসলামের নিজ অর্থ্যায়নে মহামারি করোনা ভাইরাসের কর্মহীন হয়ে পড়া ১১০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। ২০ মে বেলা ১১টার দিকে দুর্লভপুর বাজারের পুলিশ ক্যাম্পের সামনে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে বিশিষ্ট পান ব্যবসায়ী মহিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্লভপুর ক্যাম্প ইনচার্জ এসআই আবু নাঈম । এসময় তিনি বলেন মহামারি করোনা ভাইরাস শুধু বাংলাদেশকে ক্ষতিগ্রস্থ করেনি। ক্ষতিগ্রস্থ করেছে সারা বিশ^কে। মহামারি করোনার কারণে কর্মহীন হয়ে পড়া দুর্লভপুর গ্রামের ১১০টি পরিবারের পাশে দাড়িয়েছে এই গ্রামের সন্তান বিশিষ্ট পান ব্যবসায়ী মহিনুল ইসলাম।  মহিনুল ইসলামের মত প্রতিটি গ্রামের বৃত্তবানরা যদি কর্মহীন অসহায় মানুষের পাশে দাড়াতো তাহলে মহামারি করোনা ভাইরাস মোকাবেলা করতে আমাদের জন্য সহজ হতো। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশাবুল হক, আবু তালেব, শামীম, আজিজুল হক, আসাবুল মেম্বার প্রমুখ।

Comments (0)
Add Comment