আলমডাঙ্গা পৌর পশুহাট সাময়িক বন্ধের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার পৌর পশুহাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পশুহাট সংক্রান্ত লিগ্যাল নোটিশ, ইজারা মূল্য গ্রহণ ও করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী পশুহাটে কোনোপ্রকার বেচাকেনা ও লোকসমাগম ঘটাতে না পারে সে বিষয়ে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। এর আগে গত ৯ জুন আলমডাঙ্গা পৌর পরিষদের মাসিক সভায় বিষয়টি উপস্থাপন করা হয়।
সূত্রে জানা যায়, আলমডাঙ্গা পৌর পশুহাট সংক্রান্ত অ্যাডভোকেট শহীদুল ইসলামের লিগ্যাল নোটিশ, ১৪২৭ বাংলা সনের জন্য ইজারা মূল্য গ্রহণ ও কার্যাদেশ পাওয়ার আবেদনসহ কাগজপত্রাদী গত ৯ জুন পৌর পরিষদের মাসিক সভায় উপস্থাপন করা হয়। ইজারা সংক্রান্ত বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া, করোনাভাইরাসের কারণে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকা রেড জোন ঘোষিত হওয়ায় একইসাথে জনস্বাস্থ্য বিবেচনায় অত্র এলাকায় ব্যাপক জনসমাগম যেনো না ঘটে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। সকল বিষয় বিবেচনায় পশুহাট বন্ধ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক বরাবর পত্র পাঠান পৌর মেয়র হাসান কাদির গনু।
আবেদনের প্রেক্ষিতে আলমডাঙ্গা পশুহাট বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গত ১১ জুন স্থানীয় জেলা প্রশাসকের নির্দেশে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বরাবর পত্র পাঠায় স্থানীয় সরকার বিভাগ। তারই প্রেক্ষিতে গত ২৩ জুন পত্রের মাধ্যমে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী।

Comments (0)
Add Comment