আলমডাঙ্গা ভূমি প্রশাসন কর্তৃক মাছ বাজারের পেছনের সরকারি জমির ওপর নির্মিত ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা মাছ বাজার সেডের পাশের গুরুত্বপূর্ণ সরকারি জমির ওপর নির্মিত ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে উচ্ছেদ করেছে উপজেলা ভূমি প্রশাসন। গতকাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীরের নির্দেশে ওই অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গা মাছবাজারের শেডের পেছনে অবস্থিত গুরুত্বপূর্ণ ব্যবসায়ীক এলাকার এক খন্ড জমি দীর্ঘদিন ধরে লিজ নিয়ে ভোগদখল করে আসছিলেন গোবিন্দপুর গ্রামের মৃত আমোদ আলীর ছেলে কোরবান আলী। লিজের জমি হস্তান্তর নিষিদ্ধ হলেও প্রায় ১ বছর আগে কোরবান আলী অবৈধভাবে দেড় লাখ টাকার বিনিময়ে ওই জমি একই গ্রামের মাছব্যবসায়ী আব্দুল মজিদের ছেলে আব্দুস সামাদ লেলিনের নিকট হস্তান্তর করেন। লেলিন ওই জমিতে টিনের দোচালা ঘর নির্মাণ করে দখলে নেন। এ সংবাদ জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) আব্দুস সামাদ লেলিনকে তার অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ প্রদান করেন। কিন্তু নোটিশ মোতাবেক স্থাপনা সরিয়ে না নিলে গতকাল সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে তা ভেঙে উচ্ছেদ করা হয়েছে। ভূমি অফিসের সার্ভিয়ার আবু সালেহ ও আলমডাঙ্গা থানার এসআই সুভ্রত, এসআই জামাল সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment