আলুর দাম এবার ৩৫ টাকা করলো সরকার

স্টাফ রিপোর্টার: খুচরা বাজারে প্রতি কেজি আলুর দাম ৩০ থেকে বাড়িয়ে ৩৫ টাকা পুনঃনির্ধারণ করেছে সরকার। আর হিমাগার পর্যায়ে নিত্যপণ্যটির দাম প্রতি কেজি ২৭ টাকা, পাইকারিতে ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে মঙ্গলবার রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি আলু আকার ও মানভেদে ৪৫-৫০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। পাইকারি বাজারে বিক্রি হয়েছে ৩৭-৪২ টাকা।

রাজধানীর খামারবাড়িতে কৃষি বিপণন অধিদফতরে এক মতবিনিময় সভায় নতুন এ দাম নির্ধারণ করা হয়। মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কৃষি বিপণন অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে সভায় বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, কারওয়ান বাজার এবং শ্যামবাজারের আলুর পাইকার ও আড়তদাররা সভায় উপস্থিত ছিলেন।

আলুর নতুন দাম ঘোষণার পর মোহাম্মদ ইউসুফ বলেন, এখন থেকে সরকার কঠোরভাবে বাজার ও হিমাগার পর্যায়ে মনিটরিং করবে। নতুন দাম মানা না হলে কৃষি বিপণন আইন ২০১৮-এর ধারা ১২ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, ব্যবসায়ী ও কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের নেতারা দাবি করেন, আলুর এমন একটা যৌক্তিক দাম নির্ধারণ করা দরকার যা থেকে কৃষক, ব্যবসায়ী ও ভোক্তারা উপকৃত হতে পারেন। সে কারণেই নতুন করে আলুর দাম নির্ধারণ করা হয়েছে। যা কার্যকর করতে সব জেলা প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।

Comments (0)
Add Comment