আসছে ৩৬ জুলাই নিয়ে রানার নতুন গান ‘অগ্নিস্নান’

স্টাফ রিপোর্টার:সংগীত শিল্পী কে এম আনিসুর রহমান রানা ইতোমধ্যে তার গান দিয়ে আলোচিত হয়েছেন। কানাডা প্রবাসী এই সংগীত শিল্পী বিদেশে অবস্থান করেও নিয়মিতভাবে বাংলা গান প্রকাশ করছেন।

এবার জুলাই অভুত্থ্যানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রকাশ হতে যাচ্ছে তার নতুন গান ‘অগ্নিস্নান- A ballad for July 36’।

আগামী ৩৬ জুলাই অর্থ্যাৎ ৫ আগস্ট গানটি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘K M Anisur Rahman’- এ প্রকাশ হতে যাচ্ছে। গানটি উৎসর্গ করা হয়েছে জুলাই অভুত্থ্যানে নিহত এবং আহত হওয়া সকলকে।

গানের কথা ও সুর শিল্পী নিজেই করেছেন। স্টুডিও ম্যাসে গানটির মিক্সিং এবং মাস্টারিং করেছেন ব্যান্ড এলআরবি প্রাক্তন গিটারিস্ট আবদুল্লাহ আল মাসুদ। ভিডিওগ্রাফিতে এসএইচ পলাশ। কোরিওগ্রাফিতে অংশ নিয়েছে নৃত্যকলা একাডেমি।

কে এম আনিসুর রহমান যুগান্তরকে বলেন, জুলাই ৩৬ স্মরণে সবার জন্য এটি আমার ক্ষুদ্র প্রয়াস। যারা জীবনের মায়া ভুলে দেশের জন্য সংগ্রামে এসেছিলেন তাদের কারণেই নতুন এক বাংলাদেশ পেয়েছি আমরা।

তিনি বলেন, গানটির লেখা, সুর এবং রেকর্ডিং সবই কানাডায় বসেই করা। জুলাই অভুত্থ্যানকে এখান থেকেও গভীরভাবে উপলব্ধি করেছি।