এই বাহিনী দিয়েই খুব ভালোভাবে নির্বাচন হবে আল্লাহ দিলে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপালনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘নির্বাচন যে সময় হবে সে সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে সেজন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। এই বাহিনী দিয়েই তো নির্বাচন হবে আল্লাহ দিলে এবং খুব ভালোভাবে হবে নির্বাচন।’ গতকাল সোমবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে উপদেষ্টা এ কথা বলেন। আগামী ৫ আগস্ট নিয়ে মানুষের মনে একটা আতঙ্ক দেখা যাচ্ছে, এ বিষয়টা স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে কীভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘শোনেন ৩ আগস্ট নিয়েও মানুষের মনে আতঙ্ক ছিলো, ৫ আগস্ট নিয়ে কোনো ধরনের আতঙ্কের কোনো কারণ নেই।