করোনায় আরও একজনের মৃত্যু : শনাক্ত ১৪০

 

স্টাফ রিপোর্টার: দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৪০ জনের। আগের দিন করোনায় কারও মৃত্যু হয়নি। করোনা শনাক্ত হয়েছিল ১৮৩ জনের। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪ হাজার ৫১১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ১০। আগের দিন শনাক্তের হার ছিল ৪ দশমিক ৮১। দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৫ হাজার ৬৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮১ হাজার ৬৭৩ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪২৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় যার মৃত্যু হয়, তিনি সিলেট বিভাগের বাসিন্দা। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।

Comments (0)
Add Comment