কর্মহীন এতিম রিক্তার পাশে মেহেরপুর পৌর মেয়র

মেহেরপুর অফিস/গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের এতিম কর্মহীন অসহায় রিক্তার ছোট্ট টিনের খুপড়ি ঘরে বসবাস। করোনা ভাইরাস পরিস্থিতিতে অনেকটাই অনাহারে দিন কাটছিলো রিক্তার পরিবারের সদস্যদের। অসহায় এই পরিবারের পাশে মানবতার হাত বাড়ালেন মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। গতকাল শনিবার দুপুরে তিনি রিক্তার বাড়িতে পৌঁছে খাদ্য সামগ্রী তুলে দিলেন। এতে স্বস্তি ফিরে এসেছে দরিদ্র অসহায় এই পরিবারটিতে।
ওই পরিবারের জন্য ৩০ কেজি চাল, ৫ কেজি মুরগী, ৫ লিটার তেল, আলু, ডালসহ এক মাসের খাদ্য সামগ্রী ও নগদ ৫ হাজার টাকা প্রদান করেন জেলা যুবলীগের আহবায়ক ও মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
রিক্তার পরিবারের অসহায়ত্বের খবর পেয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দের নির্দেশনায় এ খাদ্য সামগ্রী ও টাকা ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করেন মাহফুজুর রহমান রিটন।
খাদ্য বিতরণ শেষে মাহফুজুর রহমান রিটন বলেন, আমি মেহেরপুর পৌরসভার মেয়র হয়ে পৌরবাসীর পাশে সব সময় ছিলাম, আছি এবং থাকবো। এতিম ও অসহায় রিক্তার কষ্টের কথা বিভিন্নভাবেই শুনেছি। তাই তার কষ্ট কিছুটা হলেও দূর করতে আমাদের কেন্দ্রীয় যুবলীগের সভাপতির নির্দেশে প্রধানমন্ত্রীর উপহার দিয়েছি। জানতে পেরেছি এতিম রিক্তার সাথে একই গ্রামের আর এক এতিম আলমগীরের সাথে বিয়ে হয়। নিজের কোনো জায়গা জমি নেই, নেই ঘর-বাড়ি। দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে রিক্তার জন্য সরকারি একটি ঘর তৈরি করার জন্য চেষ্টা করবো। এই একটি টিনের ছোট্ট ঘরে দুই শিশু সন্তান নিয়ে বসবাস করা খুবই কষ্টকর।
খাদ্য সহায়তা প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, মেহেরপুর পৌরসভার কাউন্সিলর আল মামুন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Comments (0)
Add Comment