কুষ্টিয়ায় আবাসিক হোটেল কক্ষে তরুনীর রহস্যজনক মৃত্যু : প্রেমিক আটক

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় একটি আবাসিক হোটেলে শয্যা বিশ্বাস (১৯) নামে তরুনীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৭টায় শহরের মজমপুর এলাকার রাতুল আবাসিক হোটেলে ৪র্থ তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সৌরভ সরকার জয় (২৩) নামে নিহত ওই তরুনীর সঙ্গীয় প্রেমিক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আটক সৌরভ টাঙ্গাইলের নগরপাড়া গ্রামের বাসিন্দা চন্দ্রনাথ সরকারের ছেলে। সৌরভ ঢাকার তেজগাঁয়ের একটি শিক্ষা প্রতিষ্ঠানের পড়ালেখা করে। নিহত তরুনী শয্যা বিশ্বাস খোকসা উপজেলার জানিপুর এলাকার বাসিন্দা উদয় বিশ্বাসের কন্যা। ঘটনাস্থল শহরের মজমপুর এলাকার আবাসিক হোটেল রাতুল এর ম্যানেজার রিপন বলেন,  রোববার (১১ ডিসেম্বর) বিকেলে স্বামী-স্ত্রী পরিচয়ে টাঙ্গাইলের সৌরভ স্ত্রী শয্যাকে নিয়ে হোটেলের ৪র্থ তলার ২৯নং কক্ষে উঠে। মঙ্গলবার রাত সাড়ে ৭টায় গুরুতর অসুস্থ ওই তরুনীকে হাসপাতালে নিয়ে যায় সঙ্গীয় যুবক সৌরভ’। পারিবারিক সূত্রে নিহতের বড় ভাই মিঠুন বিশ্বাস জানায়, ‘শনিবার সকালে পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আমরা সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করেও কোনো সন্ধান পায়নি। লোকলজ্জার ভয়ে বিষয়টি পুলিশকেও জানানো হয়নি। মঙ্গলবার রাতে কুষ্টিয়া মডেল থানার পুলিশের মাধ্যমে ঘটনাটি জানতে পারি যে শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার বাড়ি থেকে বের হওয়ার সময় শয্যা সম্পূর্নরুপে সুস্থ-স্বাভাবিক ছিলো। হঠাৎ কি এমন ঘটনা ঘটলো যে ওর মৃত্যু হলো? এটা একটা হত্যাকান্ড ছাড়া আর কিছুই নয়’ বলে দাবি করলেন নিহতের বড় ভাই। লাশ উদ্ধারকারী কুষ্টিয়া মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক অভীক বড়ালের প্রস্তুতকৃত সুরতহাল সূত্রে জানা যায়, নিহতের শরীরে বাহ্যিকগত ভাবে দৃশ্যত: কোনো ক্ষতচিহ্ন পাওয়া যায়নি। শুধুমাত্র মুখে ফেনা শারীরিক সম্পর্ক স্থাপনের চিহ্ন ব্যতীত অন্য কিছুই পরিলক্ষিত হয়নি। কুষ্টিয়া মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক অভীক বড়াল জানায়, ‘একমাত্র ভিসেরা রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে যে কোনো প্রকার রাসায়নিক বিষক্রিয়ায় এই ধরণের মৃত্যু ঘটতে পারে’। ২৫০শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. ইকবাল হাসান বলেন, ‘মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে শয্যা বিশ্বাস নামে এক তরুনীকে জরুরী বিভাগে নিয়ে আসলে ওই রোগীর প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিলো এবং মুখে ফেনা উঠছিলো। তাৎক্ষনিক ওই রোগীর প্রয়োজনীয় চিকিৎসাসহ অক্সিজেন দেয়া হয়। রোগী অচেতন থাকায় কোনো কথা বলতে পারেনি এবং রোগীর সাথে আসা ব্যক্তিও অসুস্থতার প্রকৃত কারন বলেনি’। খোকসা থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, ‘শয্যা নামে বিবাহিত ওই তরুনী তার ২য় স্বামী সৌরভের সাথে বিয়ে হওয়ার পর প্রায়ই তারা একসাথে বাহিরে ঘুরতে যেতেন। গত শনিবার বাড়িতে কাউকে কিছু না বলেই বেড়িয়ে যায় শয্যা, তবে বিষয়টি পুলিশকে কিছুই জানায়নি তার পরিবার’। কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, ‘হোটেল কক্ষে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে তরুনীর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। যেহেতু এটি একটি অস্বাভাবিক মৃত্যু সে কারণে আইনানুযায়ী হত্যা মামলা রেকর্ড করা হবে। এ ঘটনায় নিহত ওই তরুনীর সাথে থাকা যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Comments (0)
Add Comment