কুষ্টিয়ায় উপ-নির্বাচনসহ ৪টিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রাথী বাবুল আখতার জয়লাভ করেছেন। সেই সাথে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবাইল, চিথলিয়া, সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী এবং কাঞ্চনপুর ইউনিয়নে স্বতন্ত্র চশমা প্রতীকের প্রার্থী জয়লাভ করেছেন। গতকাল বুধবার একযোগে ওই নির্বাচনী এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমএ বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে স্ব-স্ব রির্টানিং কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রাথী বাবুল আখতার ২৬ হাজার ৯শ ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোতাহার হোসেন খোকন ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ২শ ৭০ ভোট।

কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রফেসর শাহজাহান আলী বিশ্বাস নৌকা প্রতীকে ৪ হাজার ১শ ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সামসুল হক সামো ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১শ ৭১ ভোট। কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আনিছুর রহমান (ঝন্টু) চশমা প্রতীকে ৬ হাজার ১শ ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি একরামুল হক নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯শ ৫৩ ভোট। মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে এনামুল হক বাবলু নৌকা প্রতীকে ৫ হাজার ১শ ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গিয়াস উদ্দিন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩শ ৭৯ ভোট। ধুবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মাহাবুর রহমান নৌকা প্রতীকে ৫ হাজার ৩শ ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহা. মাহাবুবুর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭শ ৭১ ভোট।

ইভিএম পদ্ধতিতে একযোগে দিনব্যাপী এ ভোটগ্রহণকালে কোথাও তেমন কোনো অভিযোগ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকায় কঠোর নিরাপত্তা ছিলো চোখে পড়ার মতো। পুলিশের পাশাপাশি র‌্যাব, গোয়েন্দা পুলিশ, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করেন।

Comments (0)
Add Comment