ক্রিকেট খেলার দ্বন্দ্বে ইবিছাত্রকে ধারালো অস্ত্রের আঘাত, শিক্ষার্থীদের অবস্থান কর্মসুচি

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে শিহাব নামে এক ছাত্রকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সোমবার রাত সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আহত শিহাব বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ঘটনার প্রত্যক্ষদর্শী এবং আন্দোলনরত বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী সাব্বির ও তুহিন বলেন, ‘দুপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কিছু সমস্যা হয়েছিল। সে সময় তারা আমাদের শিক্ষকদের গায়েও হাত তোলে। সন্ধ্যায় ছাত্রলীগ নেতা শাহজালাল সোহাগ বিষয়টি মিটমাট করে নেয়ার জন্য বলে। এ সময় শিহাবকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে সাগর ও নাহিদসহ আরও কয়েকজন শিহাবকে মারতে এগিয়ে আসে। শিহাব আত্মরক্ষার্থে দৌড়ে পালিয়ে যায়।’
তারা অভিযোগ করে বলেন, ‘শিহাবকে হত্যাচেষ্টা করা হয়েছিলে। এর প্রতিবাদে আমরা অবস্থান নিয়েছি। অভিযুক্তদের বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবো।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, প্রশাসনের সঙ্গে আমরা কথা বলছি। শিক্ষার্থীদের সঙ্গেও শিগগির বসে সিদ্ধান্ত নেয়া হবে।

Comments (0)
Add Comment