জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দল পরিবর্তন বা ক্ষমতার হস্তান্তরের জন্য এ গণঅভ্যুত্থান ঘটেনি। গণঅভ্যুত্থান ঘটেছিল একটি গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য।
মঙ্গলবার সকালে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রংপুরের পীরগঞ্জে বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করে ছাড়ব। আমরা বাংলার প্রতিটি প্রান্তরে যাব। সব মানুষকে আবার মাথা তুলে দাঁড়াতে উদ্বুদ্ধ করব। আবু সাঈদরা যে কারণে শহীদ হয়েছিল আমরা সেই আকাঙ্ক্ষার কথা মানুষের কাছে তুলে ধরব। আবু যেভাবে পুলিশের গুলির সামনে আত্মদান আমাদের শিখিয়েছে কি করে বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের মাঠে বুক পেতে জীবন দিতে হয়।
তার সঙ্গে ঢাকা থেকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ডা. তাসনিম জারাসহ দুই শতাধিক নেতাকর্মী এবং শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন কবর জিয়ারত করেন।
অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, আবু সাঈদের মতো অন্য সব শহীদেরা আমাদের ফ্যাসিবাদী বিলোপের বিরুদ্ধে লড়াই মূল্যবান জীবন দিয়ে শিখিয়েছে- দেশের ক্রান্তিলগ্নে কিভাবে জুলমবাজদের বিরুদ্ধে বুক টান করে দাঁড়াতে হয়। যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ আবু সাঈদ, ওয়াসীম, মুগ্ধসহ সব শহীদদের এবং আহত যোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারাসহ দুই শতাধিক নেতাকর্মী এবং শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন কবর জিয়ারত করেন।