গণতান্ত্রিক নির্বাচনে আ.লীগের ক্ষমতায় আসার রেকর্ড নেই

বিএনপির ঘোষিত আন্দোলনে অংশ হিসেবে ঝিনাইদহে নিতাই রায় চৌধুরী

ঝিনাইদহ প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘এদেশে কোনো গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি, রেকর্ড নেই। আগামী ১০০ বছরেও তারা আসবে না। কারণ এই দেশের ৮০ শতাংশ মানুষ এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে।’ গতকাল মঙ্গলবার ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে দলটির ঘোষিত আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ দফা রুপরেখার ও বিশ্লেষণ নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নিতাই রায় চৌধুরী বলেন, ‘১০ দফা ও ২৭ দফা নিয়ে আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীরা অনেক কথাই বলছেন। তারা এটা বুঝেছেন কি না, সেই বিদ্যা, বুদ্ধি, যোগ্যতা কি তাদের আছে?’ নিতাই রায় চৌধুরী আরও বলেন, ‘রাষ্ট্রকাঠামো কী, স্টেট মেশিনারিটা কী, আমরা কাঠামো বলতে কী বোঝাতে চেয়েছি, কী বলতে চেয়েছি, সেটা ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের নেতাদের বোঝার জ্ঞান-বুদ্ধি নেই। তাদের একটাই ধারণা, তা হলো জোর করে ক্ষমতায় থাকতে হবে। দেশ-বিদেশের মানুষ বুঝে গেছে, হাসিনা ভোট চুরি করে ক্ষমতায় রয়েছে। এই চোরের হাত থেকে দেশ বাঁচাতে হবে।’ ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সহ জেলা-উপজেলার নেতারা। এরআগে নিতাই রায় চৌধুরী বিএনপির ২৭ দফা ও ১০ দফা কর্মসূচির মূল বিষয়গুলো নেতাকর্মীদের পড়ে শোনান।

Comments (0)
Add Comment