গেজেটের মেয়াদ শেষ : শপথ নিতে পারলেন না ইশরাক

স্টাফ রিপোর্টার: নির্বাচনি ট্রাইব্যুনালে জয়ী হলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে পারলেন না বিএনপি সমর্থিত প্রার্থী ইশরাক হোসেন। নির্বাচন কমিশনের (ইসি) গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে শপথ গ্রহণ না করলে তা বাতিল বলে গণ্য হয়— এই আইনি বাধ্যবাধকতার সময়সীমা শেষ হয়ে গেছে গতকাল সোমবার বিকেল ৪টায়। শেষ দিনে শপথ নেয়ার মরিয়া চেষ্টায় মাঠে নামে ইশরাকের আইনজীবী ও রিটকারী পক্ষ। উচ্চ আদালতের আদেশের আলোকে শপথগ্রহণ নিশ্চিত করতে তারা আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষায় ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মন্ত্রণালয় কোনো মতামত দেয়নি। এমন অবস্থায় শপথ পড়ানো সম্ভব হয়নি ইশরাককে। ইশরাক হোসেন এ বিষয়ে বলেন, ‘সরকার ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক কারণে আমাকে শপথ নিতে দেয়নি। এটা আদালত অবমাননার শামিল। আমরা উচ্চ আদালতে যাব এবং আইনি লড়াই চালিয়ে যাব।’